• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পাকিস্তানে তুষারপাতে গাড়িতে আটকা পড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ১৯:১২
পাকিস্তানে তুষারপাতে গাড়িতে আটকা পড়ে নিহত ২১
ছবি: সংগৃহীত

পাকিস্তানে তীব্র তুষারপাতে গাড়ির ভেতরে আটকা পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দেশটির পাঞ্জাব প্রদেশের লাগোয়া গেইলাতের মুরি এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অসময়ে ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে মুরি এলাকায় ১০ হাজারের বেশি যানবাহন প্রবেশ করেছে। যে কারণে সেখানে ব্যাপক যানজটে অনেক গাড়ি আটকা পড়ে। শনিবার দুপুর পর্যন্ত গাড়িতে আটকে পড়া এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি গাড়ির ভেতরে ২১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তানের আবহাওয়া বিভাগ ৬-৯ জানুয়ারি মুরি ও গালিয়াতে ভারি তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল। তারপরেও একসঙ্গে বহু পর্যটক প্রাণ হারালেন। সূত্র: আরব নিউজ, বিবিসি

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‌্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
‘র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হবে’
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 
X
Fresh