• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

এবার স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিল অস্ট্রিয়া 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৫৭
এবার স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিল অস্ট্রিয়া 
ছবি : সংগৃহীত

এতদিন অস্ট্রিয়ায় নাগরিকদের স্বেচ্ছামৃত্যু নিষিদ্ধ ছিল। সেই আইনের সময়সীমা শেষ হতে চলেছে। এখনই পার্লামেন্টে নতুন বিল পাস হলো। তাতে স্বেচ্ছামৃত্যুকে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হলো দেশটিতে। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রিয়ার আদালত রায় দিয়েছিলেন, আগের আইন মানবাধিকার বিরোধী।

ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনের নাম হলো ‘অ্যাসিসটেড সুইসাইড অ্যাক্ট’। সেখানে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সীরাই স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারবেন। তবে তারা হয় মৃত্যুপথযাত্রী অথবা অসুখে পড়ে ভয়ংকর দুর্বল হয়ে পড়েছেন, যা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই।

যিনি স্বেচ্ছামৃত্যু বরণ করতে চান, তাকে আইনজীবীর কাছে বা নোটারির কাছে জানাতে হবে।

প্রতিটি ক্ষেত্রে দুজন চিকিৎসক আবেদন বিচার করে দেখবেন। রোগী নিজের ইচ্ছায় স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিচ্ছেন কি না, তাও বিচার করে দেখবেন তারা। অন্তত ১২ সপ্তাহ দেখা হবে, অসুস্থ মানুষ সাময়িক সংকটে কাতর হয়ে এই আবেদন করেছে কি না।

প্রসঙ্গত, স্বেচ্ছামৃত্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের আইন চালু আছে। সাধারণত অসুস্থতার কারণে জীবনসংকটে থাকা রোগীদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়। কিন্তু এ নিয়ে বিতর্কের শেষ নেই। সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, লুক্সেমবুর্গে স্বেচ্ছামৃত্যু স্বীকৃত।

সূত্র: ডয়েচে ভেলে

এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমি যেমন চিকিৎসকের মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী’
চোয়াল প্রতিস্থাপনে সফল দেশের চিকিৎসকরা
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
X
Fresh