• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বে মৃত্যু ছাড়াল সাড়ে ৫২ লাখ

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:১৮
করোনাভাইরাস
ফাইল ছবি

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন। এ ছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (৪ ডিসেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।

এদিকে প্রাণঘাতী করোনার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে ফের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এ রোগে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ২৩৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭১ জনের।

শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের। এদিন রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন। পাশাপাশি, দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩০ জন।

শুক্রবার অবশ্য বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৮৩৫ জন।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh