• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লটারি জিতে মহাকাশে যাচ্ছেন মা-মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ২২:৩৫
লটারি জিতে মহাকাশে যাচ্ছেন মা-মেয়ে

ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের কোম্পানি ভার্জিন গ্যালাকটিক বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ ব্যবস্থা চালু করেছে। প্রথমবারের মতো ওই প্রতিষ্ঠান মহাকাশে পর্যটক পাঠানোর ঘোষণা দিয়েছে।এই প্রতিষ্ঠানের দুটি টিকিট লটারিতে জিতেছেন এন্টিগুয়া ও বারমুডার এক স্বাস্থ্যবিষয়ক পরামর্শক কেইশা শাহাফ।

স্থানীয় সময় বুধবার ভার্জিন গ্যালাকটিক ওই নারীর টিকিট জয়ের কথা জানিয়েছে।

৪৪ বছর বয়সী এ নারী তার ১৭ বছরের মেয়েকে নিয়ে মহাকাশ পাড়ি দেবেন বলে জানান।টিকিট দুটির মূল্য প্রায় ১০ লাখ ডলার।

তার মেয়ে যুক্তরাজ্যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। তার স্বপ্ন ছিল একসময় সে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজ করবে।

টিকিট জয়ের খবরটি ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনের কাছ থেকে পান কেইশা। নভেম্বরের শুরুতে কেইশার বাড়িতে গিয়ে চমকে দেন তিনি। কেইশা বলেন, আমার মনে হচ্ছিল আমি জুমে তার সঙ্গে কথা বলছি। ব্র্যানসনকে দেখে আমি কান্না করতে থাকি।কারণ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ছোটবেলা থেকেই আমি মহাকাশ নিয়ে আগ্রহী ছিলাম। এটা আমার জন্য অনেক বড় সুযোগ।

সূত্র: এনডিটিভি

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশাল তারকা বিস্ফোরণ ঘটতে চলেছে, জীবনে দেখা যাবে একবারই
মহাকাশে ডিনার করতে গুণতে হবে যত টাকা
মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার
মহাকাশে প্রথম মানব ইউরি গ্যাগারিনের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন
X
Fresh