• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

মহাকাশে প্রথম মানব ইউরি গ্যাগারিনের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ২২:৩৫
গ্যাগারিন
সংগৃহীত

ঢাকার রাশিয়ান হাউস বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের ৯০তম জন্মবার্ষিকীর আয়োজন করেছে। ঢাকার রাশিয়ান হাউসের উদ্যোগে এই অনুষ্ঠানের জন্য শিশু-কিশোরদের জন্য রকেট এবং বিমানের মডেল তৈরির কর্মশালা, ম্যাজিক শোসহ ‘রাশিয়ার হিস্ট্রি ইন স্পেস’ চলচ্চিত্রটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।

ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক ইউরি গ্যাগারিনের জীবন ও তার ঐতিহাসিক মহাকাশ অভিযান নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জিকরুল হাসান এবং চেয়ারম্যান মসহুরুল আমিন এই অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে তাদের সম্পৃক্ততার কথা জানান।

অনুষ্ঠানের শেষে ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দ্ভইচেনকভ অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেন।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশাল তারকা বিস্ফোরণ ঘটতে চলেছে, জীবনে দেখা যাবে একবারই
মহাকাশে ডিনার করতে গুণতে হবে যত টাকা
৫০ বছর পর ফের চাঁদের পিঠে নামছে মার্কিন মহাকাশযান
১৪ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh