• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাঁতার কাটতে নেমে হঠাৎ কুমিরের মুখে পর্যটক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ১৯:১৯
সাঁতার কাটতে নেমে হঠাৎ কুমিরের মুখে পর্যটক (ভিডিও)

ভ্রমণে গিয়ে জলাশয়ের পানিতে গোসল করতে নামেন এক পর্যটক। এমন সময় হঠাৎ একটি কুমির তাকে তাড়া করে।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ভিডিওতে দেখা গেছে জলাশয়ের পানিতে নেমে সাঁতার কাটছেন ওই পর্যটক।তখন একটি কুমির তাড়া করছে তাকে।

ব্রাজিলের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাম্পো গ্রান্ডের পর্যটন এলাকায় ‘দ্য লাগো আমোর’ নামে একটি হ্রদ রয়েছে। এই হ্রদে কুমির থাকায় সেখানে পর্যটকসহ সবার জন্য সাঁতার কাটা নিষিদ্ধ।

কিন্তু শনিবার এক পর্যটক ওই হ্রদে গোসল করতে নামেন। এই দৃশ্য দেখে উইলিয়াম কেইটানো নামে স্থানীয় এক ব্যক্তি ভিডিও ধারণ করা শুরু করেন।

উইলিয়াম কেইটানো বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ওই পর্যটক হ্রদের যেখানে সাঁতার কাটা নিষিদ্ধ, সেখানে নেমে সাঁতার কাটা শুরু করেন।

ভিডিওতে দেখা যায়, একটি কুমির ওই পর্যটককে তাড়া করছে। কুমিরের তাড়া খেয়ে পর্যটক দ্রুত সাঁতরে ওপরে ওঠার চেষ্টা করেন। কিন্তু কুমিরটি দ্রুত এসে পর্যটকের বাহুতে কামড় বসিয়ে দেয়।

ভিডিও ধারণকারী কেইটানো বলেন, ওই পর্যটক জানতেন না যে, হ্রদের পানিতে কুমির আছে।

ভিডিওতে দেখা যায়, কুমিরের আক্রমণের শিকার ওই পর্যটক ওপরে উঠতে সক্ষম হন। কুমিরের কামড়ে তিনি আহতও হন।

স্থানীয় সাংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয়রা ইমার্জেন্সি সেবায় কল করে ভুক্তভোগী পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা সৈকত 
X
Fresh