• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিজের কবর খুঁড়ে বসে আছেন ১০৯ বছরের বৃদ্ধ

আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২১, ১৯:৩৯
নিজের কবর খুঁড়ে বসে আছেন ১০৯ বছরের বৃদ্ধ
ছবি: সংগৃহীত

বয়স ১০৯ বছর। যেকোনো সময় মৃত্যু হতে পারে। এই আশঙ্কায় কবর খুঁড়ে তার পাশে বসে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধ।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বড়বাঁকি জেলার।

শুক্রবারে এই ঘটনাটি ঘটার পর সেটি রীতিমতো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পরিবার-পরিজনদের ডেকে কবরের পাশে দিনভর বসেছিলেন বৃদ্ধ।পরেছিলেন কাফনও।

এভাবে বসে থাকার কারণ হিসেবে তিনি জানান, “ফেরেশতারা তাকে জানিয়েছেন, ১টা বেজে ১০ মিনিটে তিনি মারা যাবেন। সেই কারণে বসে আছেন কবরের পাশে।”

শুক্রবার ওই বৃদ্ধ নিজেই কাফন পরে বসে পড়েন কবরের পাশে। আর তা দেখতে ভিড় জমান স্থানীয়রা। আশপাশের এলাকা থেকেও লোকজন আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাও সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ওই বৃদ্ধের কিছু হয়নি। তখন বৃদ্ধকে অনেক বুঝিয়ে বাড়ি পাঠান পুলিশ।

মহম্মদ শাফি নামের ওই বৃদ্ধ জানান, তিনি জানতে পেরেছিলেন যে, তিনি মারা যাবেন ১টা বেজে ১০ মিনিটে। সেই কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে বসেছিলেন।

তিনি আরও জানান, বছর পাঁচেক আগেই তাঁর মৃত্যুর কথা ছিল। কিন্তু সেবার তিনি মরেননি।

এদিকে শুধু পুলিশ নয়, ওই বৃদ্ধের কর্মকাণ্ড দেখতে ঘটনাস্থলে আসেন একাধিক সরকারি কর্মকর্তা। বৃদ্ধের নাতিরা জানান, তাদের দাদু মানসিকভাবে অসুস্থ। সেই কারণে মাঝে মধ্যেই এইরকম করেন। সূত্র: আজতাক।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
X
Fresh