• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

এবার উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, মৃত্যু প্রায় অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ১৭:০৪
এবার উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, মৃত্যু প্রায় অর্ধশত
ফাইল ছবি

ভারতে টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিভিন্ন জায়গায় দুর্যোগ দেখা দিয়েছে। দেশটির কেরালা রাজ্যের পর এবার বিধ্বস্ত উত্তরাখণ্ড। এ রাজ্যে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, উত্তরাখণ্ডে টানা চার দিন ধরে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবে গেছে রাস্তা-ঘাট, ধসে পড়েছে অনেক সেতু। ভূমিধসে মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় জ্বালানি শূন্য হয়ে পড়েছে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষগুলো উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে কেরালা রাজ্যে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানেও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধার অভিযান চলছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
X
Fresh