• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছুটির দিনে বিনোদন পার্কে আনন্দে মাতোয়ারা তালেবান যোদ্ধারা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৮:০৭
ছুটির দিনে বিনোদন পার্কে আনন্দে মাতোয়ারা তালেবান যোদ্ধারা 
ছুটির দিনে বিনোদন পার্কে আনন্দে মাতোয়ারা তালেবান যোদ্ধারা 

অস্ত্রধারী তালেবান যোদ্ধাদের কথা এলেই সবাই হয়তো ভাববে শক্তপোক্ত, ভয়ঙ্কর কিংবা হিংস্র একদল যোদ্ধার কথা। তবে এইসব যোদ্ধারাও যে রক্ত মাংসের মানুষ। তাই তো প্রায়ই তালেবান যোদ্ধাদের দেখা যায় শিশুসুলভ কিংবা মানবিক ভূমিকায়।

শুক্রবার (৯ অক্টোবর) ছুটির দিন অস্ত্রধারী শত শত তালেবান যোদ্ধাদের দেখা গেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনপ্রিয় বিনোদন পার্কে। পার্কে ঘুরে ঘুরে আনন্দ উপভোগে অন্যরকম একটি দিন কাটিয়েছেন যোদ্ধারা।
কারগা জলাশয়ের বালুকাময় উপকূলের ওই পার্কের এমন আনন্দ উদযাপনে মাসের পর মাস যুদ্ধ করা যোদ্ধারাও শামিল হয়েছেন। গত আগস্টের মাঝামাঝি কাবুল নিয়ন্ত্রণের পর থেকে কয়েক সপ্তাহ নিরাপত্তার দায়িত্বে থাকা যোদ্ধারাও এই আনন্দে যোগ দিয়েছিলেন।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ময়দান ওয়ারদাক প্রদেশ থেকে আসা ২৪ বছর বয়সী যুবক পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি খুব আনন্দ উপভোগ করছি কাবুলে এসে, প্রথমবারের মতো কারগায় ঘুরতে পেরে। লোকজন আমাকে স্বাগত জানিয়েছে আর আমার সঙ্গীরা ভাইয়ের মতো ব্যবহার করেছে।’

পার্কে নির্দ্বিধায় ঘোরাফেরা করা অস্ত্রসজ্জিত তালেবানরা খাবারের দোকান থেকে খাবার কিনে খান এবং চাও পান করেন। এর মধ্যে অনেকেই পার্কের বিভিন্ন রাইডেও চড়েছেন। জলদস্যু জাহাজ ও দোলনাতে চড়ার পাশাপাশি এক তালেবান যোদ্ধাকে ঘোড়ায় চড়তেও দেখা যায়।

এসব তালেবান যোদ্ধাদের অনেকেই ক্ষমতা দখলের আগে কখনো কাবুলে যাননি। এ কারণেই তাদের অনেকে ওই পার্কে ঘুরতে বেশ আগ্রহী ছিলেন।

ওই যুবক আরও বলেন, ‘যুদ্ধের জন্য আমরা গর্বিত। এখন আমেরিকানরা চলে গেছে। আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি তাতে এটিই সবচেয়ে আনন্দের দিন।’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রক্তপাতহীনভাবে তালেবানরা কাবুল দখলে নেয়। এরপর টানা এক মাস অরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় দেশটিতে। গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজ সমাপ্ত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সূত্র : রয়টার্স
ডব্লিউএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ ছুটির দিনেও যে কারণে ব্যাংক খোলা
ছুটির দিনেও রাজধানীতে তীব্র যানজট
ছুটির দিনে জমজমাট ঐতিহ্যবাহী ইফতার বাজার
ছুটির দিনে পুরান ঢাকার ভবনে আগুন
X
Fresh