• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

ছুটির দিনে পুরান ঢাকার ভবনে আগুন

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মার্চ ২০২৪, ২৩:৩০
ছুটির দিনে পুরান ঢাকার ভবনে আগুন
ছবি : আরটিভি

শুক্রবার ছুটির দিনে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে একটি নির্মাণাধীন ভবনের পাটের চাদরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিপরীত পাশের একটি ভবনে বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

নির্মাণাধীন ভবনটির নিচের তলায় ছিল মার্কেট আর ওপরে আবাসিক রুমের জন্য ফাঁকা রাখা হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই সূত্রপাত এ ঘটনার।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের বেস্ট বাই আউটলেটের এক কর্মী জানান, শুরুতে ভবনটির পাশ থেকে পাটের চাদর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়। অল্প সময়ের মধ্যেই ইউনিটটি কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুল হাসান এ নিয়ে বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের চেষ্টায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার স্থান এখন ঝুঁকি মুক্ত।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার  
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, নিহত ১
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন
বন্যার্তদের গণত্রাণ ফান্ডে ফায়ার সার্ভিস দিলো ১০ লাখ টাকা