• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১১:৫৩
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
ফাইল ছবি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখিমপুর খেরিতে গেল সপ্তাহে গাড়িচাপা দিয়ে আন্দোলনরত চার কৃষককে হত্যার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

হত্যার পাঁচদিন পর শনিবার রাতে গ্রেপ্তার করা হয় আশিস মিশ্রকে।

উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল শনিবার রাতে জানান, তদন্তে অসহযোগিতা করার কারণে তারা আশিসকে গ্রেপ্তার করেছেন। আজ রোববার তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিস। যদিও পরবর্তীকালে একাধিক ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, যে গাড়ি ঘটনাস্থলে দেখা যাচ্ছে, সেটি আশিসের। সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকেও আশিসের গ্রেপ্তারের দাবি তোলা হয়।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেতানিয়াহু-হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আইসিসিতে
রমেক হাসপাতালে দুদকের অভিযান, গ্রেপ্তার ১
আচরণবিধি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার চেয়ারম্যান প্রার্থীর জামিন
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে হত্যাচেষ্টা, ভাসুরের ছেলে গ্রেপ্তার
X
Fresh