• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

এক বছর গর্ভধারণ না করার আহ্বান শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৫

শ্রীলঙ্কায় নারীদের এক বছর গর্ভধারণ না করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় দেশটিতে প্রায় চল্লিশ জনেরও বেশি গর্ভবতী মা মারা যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেড় কোটি মানুষের দেশ শ্রীলঙ্কায় প্রতি বছর ৯০ থেকে ১০০ জন মাতৃমৃত্যু হয়। তবে মে মাসে করোনার ডেল্টা ভেরিয়েন্টে ৪১ জন গর্ভবতী মহিলার মৃত্যুর রেকর্ড করেছে দেশটি। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫,৫০০ গর্ভবতী মা করোনায় আক্রান্ত হয়েছে।

হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেন, প্রায় ৭০ শতাংশ শ্রীলঙ্কানকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে।

সরকারি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হর্ষ আতাপট্টু বলেন, নবদম্পতিদের পাশাপাশি যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তাদের কোভিড -১৯ এর ঝুঁকির কারণে কমপক্ষে এক বছর বিলম্ব করা প্রয়োজন।

সূত্র: এনডিটিভি

ইজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh