• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতির কারাদণ্ড (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০৯ মে ২০১৭, ১১:০৫

নজিরবিহীন আদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন তিনি।

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কলকাতা হাইকোর্টর বিচারপতি কারনান দেশের প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতির বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন সোমবার।

তফসিলি জাতি/উপজাতিদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনের আওতায় তিনি বিচারপতিদের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ড পাওয়া ৮ বিচারপতি হলেন- দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি আর ভানুমতী। এদের মধ্যে বিচারপতি ভানুমতী বাদে বাকি ৭ জন বিচারপতি একই বেঞ্চের সদস্য।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি কারনানকে বিচার এবং প্রশাসনিক কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকেই সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে শুরু করেছেন কারনান।

এদিকে সুপ্রিম কোর্ট সম্প্রতি বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। সে নির্দেশও বিচারপতি কারনান অগ্রাহ্য করেছেন। উল্টো অভিযোগ তুলেছেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এবং বিচারপতি আর ভানুমতী তাকে কাজ করতে দিচ্ছেন না।

সেই জন্যে তফসিলি জাতি/উপজাতিদের ওপর অত্যাচার রোখার জন্য দেশে যে আইন রয়েছে, সেই আইনের আওতায় বিচারপতি কারনান সুপ্রিম কোর্টের এই ৮ বিচারপতিকে দোষী ঘোষণা করে দিয়েছেন। এজন্য তাদের ৫ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করার জন্য জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh