• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আশুরার মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২১, ২১:৫১
আশুরার মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
আশুরার মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া ধর্মাবলম্বীদের মিছিলে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। ভয়ঙ্কর এই বিস্ফোরণে কমপক্ষে ৫৯ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পাঞ্জাব প্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাসিফ হুসেইন এএফপিকে এ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের এই উৎসব উপলক্ষ্যে পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়। তা সত্ত্বেও হতাহতের ঘটনা ঘটল। দশকের পর দশক ধরে পাকিস্তানে শিয়া ও সুন্নী মুসলিমরা মারাত্মকভাবে বিভক্ত।

পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, মিছিলে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে পঞ্চাশের অধিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে আহত মানুষ রাস্তায় পড়ে সাহায্যের জন্য কাতরাচ্ছেন।

তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে সেটা এখনও স্পষ্ট না। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

আশুরা মূলত একটি শোকাবহ দিন। এদিন নবী মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হুসাইন ইবনে আলী নির্মমভাবে শহীদ হয়েছিলেন।

এ ছাড়া ইসলামের ইতিহাসে এই দিনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। বলা হয়, এই দিনে আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল।

পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ২০ শতাংশ শিয়া মুসলিম। হাজার বছর ধরে উপমহাদেশে সুন্নি ও শিয়া মুসলিমরা মিলে মিশে থাকলেও গত প্রায় দু’দশক ধরে পাকিস্তানে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছেন শিয়ারা।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
ঈদের প্রথম দুদিনে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
X
Fresh