• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সংবাদ সম্মেলনে নারীদের বিষয়ে যা বললো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২১, ২১:৪০
নারীরা অধিকার পাবেন ইসলামি শরিয়াহ অনুযায়ী, তালেবান

কাবুলসহ দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের সংবাদ সম্মেলনে তালেবান বলেছে, নারীরা আমাদের কাঠামোর মধ্যে থেকে কাজ করতে পারবেন। ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে।

আজ মঙ্গলবার আফগানিস্তানের স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে সংবাদ সম্মেলন করছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, কেউই ক্ষতিগ্রস্ত হবেন না। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে কারও সঙ্গে কোনও ধরনের সমস্যা চাই না।

তালেবানের প্রধান মুখপাত্র বলেন, আমরা ভেতর বা বাইরের কোনও শত্রু চাই না। অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছে তালেবান।

তিনি বলেন, ২০ বছরের সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশিদের তাড়িয়ে দিয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত। আগের সরকার এতটা অযোগ্য ছিল যে তাদের সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে কিছুই করতে পারেনি। আমাদের কিছু করতে হবে। আর তাই আমাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কাবুলে প্রবেশ করতে হয়েছিল।

তালেবানের ওই মুখপাত্র বলেন, আমরা আমাদের সাংস্কৃতিক কাঠামোর ভেতরে গণমাধ্যমের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের বিষয় আসবে তখন সেখানে এমন কোনও কিছুই করা যাবে না যা আমাদের ইসলামিক মূল্যবোধের বিরোধী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানে ৩ সপ্তাহে তুষারপাত-বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু
আফগানিস্তানে হামলায় ২ দেশের নাম জুড়ে দিয়েছে তালেবান
X
Fresh