• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

ডেল্টার বিরুদ্ধে কার্যকর ফাইজার-অ্যাস্ট্রাজেনেকা টিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ২০:০৬
ডেল্টার বিরুদ্ধে কার্যকর ফাইজার-অ্যাস্ট্রাজেনেকা টিকা
সংগৃহীত

করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেক বা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দুই ডোজই সক্ষম। অর্থাৎ এই দুটি টিকার যেকোনো একটির দুই ডোজ দিলেই তা ডেল্টা ধরন রুখতে সক্ষম। পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

ব্রিটেনভিত্তিক চিকিৎসা সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এই গবেষণা প্রকাশিত হয়েছে। পিএইচই-এর গবেষকরা বলছে, চলতি বছর মে মাসে করোনা ও এর পরিবর্তিত ধরনের বিরুদ্ধে প্রচলিত টিকার কার্যকারিতা নিয়ে যে নিবন্ধ প্রকাশিত হয়েছিল, এই গবেষণা প্রতিবেদন সেটারই দ্বিতীয় পর্ব।

তারা বলছেন, ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ ডেল্টার বিরুদ্ধে ৩৩ শতাংশ কার্যকর। আর দ্বিতীয় ডোজের পর ডেল্টা থেকে ৮৮ শতাংশ সুরক্ষা লাভ করেন টিকাগ্রহীতা। অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ ডেল্টার বিরুদ্ধে ৩০ শতাংশ প্রতিরোধ গড়ে তোলে। আর দ্বিতীয় ডোজের পর ৬৭ শতাংশ কার্যকারিতা দেয় এই টিকা।

এদিক করোনার আলফা ধরনের ফাইজার দুই ডোজ টিকা ৯৩ দশমিক ৭ শতাংশ সুরক্ষা দেয়। আর অক্সফোর্ডের দুই ডোজ টিকা এই ধরনের বিরুদ্ধে ৭৪ দশমিক ৫ শতাংশ সুরক্ষা দেয়।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে আইওএম
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে গর্ভপাত নিষেধাজ্ঞা
X
Fresh