• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে আফগান দোভাষীদের ‘উদ্ধারের’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২১, ১৪:১৯
অবশেষে আফগান দোভাষীদের ‘উদ্ধারের’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
সংগৃহীত

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের সময় সহায়তা করা আফগান দোভাষীদের সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এসব দোভাষীরা বিপদে পড়তে পারে এমন বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসির।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন অ্যালাইস রিফিউজি নামের একটি প্রকল্পের মাধ্যমে এসব দোভাষীদের সরিয়ে নেয়ার কাজ শুরু হবে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হবে।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা মার্কিন সেনাদের। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে দ্রুত তালেবানের উত্থান ঘটছে। এমতাবস্থায় দোভাষীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিলো ওয়াশিংটন।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, তারা সাহসী মানুষ। গত কয়েক বছরে তারা যে ভূমিকা রেখেছেন সেটাকে আমরা স্বীকৃতি ও মূল্য দেয়া নিশ্চিত করতে চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় আড়াই হাজার দোভাষীকে সরিয়ে নেয়া হবে। তাদের যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনও দেশে সামরিক স্থাপনায় রাখা হবে। পরে তাদের ভিসা আবেদন প্রক্রিয়া চালানো হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
১১ নাবিক জীবিত উদ্ধার, নিখোঁজ ১
X
Fresh