• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র বানাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ১৩:৪৬
China is developing weapons to counter enemy satellites in space and the US is worried
সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে মহাকাশে টক্কর দিতে চীন মহাকাশ অস্ত্র বানাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, কমিউনিস্ট এশিয়ান জায়ান্ট মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ করছে। চীনের তৈরি অস্ত্র দিয়ে শত্রুপক্ষের স্যাটেলাইট জ্যাম এবং ধ্বংস করা সম্ভব।

রিয়ার অ্যাডমিরাল মাইকেল স্টুডম্যান বলেন, জ্যাম করা থেকে শুরু করে স্থল এবং মহাকাশ থেকে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষমতা অর্জনের চেষ্টা করছে তারা। গোয়েন্দা-নিরাপত্তা ট্রেড গ্রুপের ওয়েবিনারে এমন মন্তব্য করেন স্টুডম্যান।

স্টুডম্যানের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, মহাকাশে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে টক্কর দিতে এবং ছাড়িয়ে যেতে কাজ করছে চীন। যদি কখনও যুদ্ধ লাগে সেক্ষেত্রে নিজেদের সেই অনুযায়ী প্রস্তুত করতে চাইছে বেইজিং।

সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তার করা নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। চীন স্থল এবং মহাকাশ থেকে নিক্ষেপযোগ্য অ্যান্টিস্যাটেলাইট অস্ত্র তৈরির প্রচেষ্টা আরও জোরদার করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের সহায়তায় আরও ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ চীনের
ইউক্রেনের বন্দিরা যোগ দিতে পারবেন সেনাবাহিনীতে, সংসদে বিল পাস
ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু
X
Fresh