• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইরাক ও সিরিয়ায় তুর্কি বিমান হামলায় নিহত ৭০ (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৭, ১৯:২৬

ইরাক ও সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে তুরস্কের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৭০ জন, আহত হয়েছে শতাধিক। হামলায় হতাহতদের বেশিরভাগই মার্কিন জোট মদদপুষ্ট কুর্দি বাহিনীর সদস্য। হামলার জেরে তুরস্কের সঙ্গে আমেরিকার সম্পর্কের আরো অবনতি হয়েছে।

মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজার পর্বতমালা ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কারাকক পার্বত্য অঞ্চলে হামলা চালায় তুর্কি সেনাবাহিনী। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন-কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকের ঘাঁটি লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। সেই সঙ্গে হামলার বিষয়ে আমেরিকা ও রাশিয়াকে আগেই জানানো হয়েছে বলেও দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দমন দরকার বলেও মন্তব্য করেন এরদোগান। তবে হামলার বিষয়ে আমেরিকাকে জানানো হয়নি বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ঐ এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সমর্থনে কুর্দিরা আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে আমেরিকা।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh