• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অবাক কাণ্ড, সোনাদানা রেখে ৮০০ কেজি গোবর চুরি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ১৪:৪৬
800 kg cow dung stolen in chhattisgarh village police registers case
সংগৃহীত

চোর-ডাকাতদের নজর সাধারণত মূল্যবান কোনও জিনিসের প্রতিই থাকে। তাই বলে কখনও গোবর চুরির ঘটনা শুনেছেন? শুনতে অবাক লাগলেও ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে সম্প্রতি ৮০০ কেজি গোবর চুরি গেছে। এমন ঘটনায় হৈচৈ পড়ে গেছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত ৮ জুন ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে এ ঘটনা ঘটেছে। দিপকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তান্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার অভিযোগ দায়ের করেছেন। তবে রোববার বিষয়টি সামনে এসেছে।

পুলিশ বলছে, বাজারে ওই ৮০০ কেজি গোরবের দাম মোটামুটি ১ হাজার ৬০০ রুপির মতো। কিন্তু কে বা কারা চুরি গোবর করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও ধন্দে আছে পুলিশ।

কেউ কেউ বলছে, ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দুই রুপি টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গোশালায় রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদন করবে সরকার। সেজন্যই গোবর কেনা হচ্ছে।

এ কারণেই হয়তো গোবর চুরি করা হয়েছে। পুলিশ বলছে, চোরদের হয়তো ওই গোবর বিক্রির মতলব রয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পুলিশ বলছে, আপাতত তদন্ত চলছে। আপাতত চোরের সন্ধান চলছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh