• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জো বাইডেনের ফোন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ২৩:৫৮
ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে জো বাইডেনের ফোন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করলেন বাইডেন। তবে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে তা জানা যায়নি।

শনিবার (১৫ মে) আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানায়।

আব্বাসকে যখন বাইডেন ফোন দিয়েছেন তখন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার (১৪ মে) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠান বাইডেন।

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৯টি শিশু ও ২২ নারী রয়েছেন। সংঘর্ষে এখন পর্যন্ত আট ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা হাতে ছাত্রলীগের পদযাত্রা
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ
রাফাহতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল, ২১ ফিলিস্তিনি নিহত
X
Fresh