• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

গাজা থেকে ছোঁড়া রকেটে ২ ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৯:২৮
Two Israelis have been killed after rocket fire from Gaza hit Ashkelon
সংগৃহীত

গাজা থেকে ছোঁড়া রকেটে দুই ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের দৈনিক হারিটজ এ খবর জানিয়েছে। তারা বলছে, এ ঘটনায় আর ৬ জন আহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবারও গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলার পাল্টা এই হামলা চালায় তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে। এর আগে গতকাল ভয়াবহ বিমান হামলায় ৯ শিশুসহ ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

সোমবারের ওই বিমান হামলার জবাবে পাল্টা তীব্র হামলা চালায় হামাস। হামাসের সশস্ত্র উইং এজ্জেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ মিনিটের কম সময়ে ৭০টির বেশি রকেট ছোঁড়া হয়েছে।

গাজা উপত্যকা থেকে ইসরায়েলে সোমবার থেকে আজ পর্যন্ত ৩০০-র বেশি রকেট হামলা চালানো হয়েছে। এর আগে আল-কাসাম ব্রিগেড জানিয়েছিল, আল-আকসায় ‘সব সীমা অতিক্রম’ করেছে ইসরায়েল। আর এর জবাব দেয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে।

এদিকে সোমবারের হামলায় নিহত ফিলিস্তিনিদের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার শোক জানাতে গাজায় শত শত মানুষ জড়ো হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত 
যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস, গাজাবাসীর উচ্ছ্বাস
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
X
Fresh