• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে রকেট হামলা ও বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ এপ্রিল ২০২১, ১৪:৩৪
ছবি সংগৃহীত।

উত্তাল মিয়ানমার। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই অশান্তি বিরাজ করছে। কতো সাধারণ মানুষের সেনাদের গুলিতে প্রাণ গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

প্রতিবাদ চলছে মিয়ানমারে। ঠিক এমন সময়ে দেশটির বিমানঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির দুটি বিমানঘাঁটির একটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং অন্যটিতে রকেট হামলার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

ডেল্টা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটেছে। এ ঘটনা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমারের সামরিক সরকার।

দেশটির ম্যাগওয়ে কেন্দ্রীয় শহরের পাশে অবস্থিত মিয়ানমারের বিমানঘাঁটিতে প্রথমে পরপর তিনটি বিস্ফোরণ। তারপর ম্যাগওয়ের উত্তর-পূর্বে মেকটিলায় অবস্থিত দেশটির অন্যতম প্রধান বিমানঘাঁটিতে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিক্স-জি নিয়ে হাজির জাপান, গতি ফাইভ-জি’র চেয়ে ২০ গুণ
বেক্সিমকোতে মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ 
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
X
Fresh