আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১১:২২
ভারতে করোনার ভয়াবহতা, দৈনিক সংক্রমণে রেকর্ড

ভারতের মারাত্মক রূপ নিয়েছে মহামারি করোনাভাইরাস। ওয়ার্ল্ডওমিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৮০২ জন। এখন পর্যন্ত ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজারে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৬৯৪ জন।
আরও পড়ুনঃ বিমান দুর্ঘটনার পর আমাজনের গহীন জঙ্গলে ৩৮ দিন
এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাদানের ওপর জোর দেয়ার গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বললেন, ‘করোনার টিকাদানের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।’
এম