• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

সরকারের সমালোচনা করায় তুরস্কের সাবেক ১০ অ্যাডমিরাল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১৫:৫৭
Turkey arrests 10 retired admirals over government criticism
সরকারের সমালোচনা করায় তুরস্কের সাবেক ১০ অ্যাডমিরাল গ্রেপ্তার

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরকারের সমালোচনা করে একটি খোলা চিঠি প্রকাশের পর দেশটির সাবেক ১০ অ্যাডমিরালকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

সরকার তুরস্কের ইতিহাসকে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে ফেলেছে- নৌবাহিনীর সাবেক শতাধিক কর্মকর্তার এমন বিবৃতি দিয়ে খোলা চিঠি প্রকাশ করে। তারই জেরে এই গ্রেপ্তার বলে জানা গেছে।

শনিবার খোলা চিঠিটি প্রকাশ করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করতেই এই চিঠি প্রকাশ করা হয়েছে।

ওই খোলা চিঠিতে ১০৪ অ্যাডমিরাল সই করেছেন। প্রেসিডেন্টের অফিসের সমালোচনা করে তারা এই বিবৃতি দিয়েছেন। এরদোগানের অফিসের দাবি, তুরস্কের অতীতের অভ্যুত্থানের সময়কে মনে করিয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় তদন্ত করা হবে। এ ছাড়াও এতে আরও চার সন্দেহভাজনকে আগামী তিন দিনের মধ্যে আঙ্কারার পুলিশের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করতে বলপ্রয়োগ ও সহিংসতার আশ্রয় নিয়েছেন এসব সামরিক নেতারা। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh