• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

প্রতিরক্ষা ও উন্নয়নে বাংলাদেশকে ৫শ' কোটি ডলার দেবে ভারত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৭, ১৭:০৫

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ৫০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরো সাড়ে চারশ' কোটি ডলার দিচ্ছে দেশটি বলেও জানান তিনি।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ২২টি চুক্তি-সমঝোতা স্মারক সই হয়।

সংবাদ সম্মেলনেই স্বাক্ষরিত হয় ৪টি চুক্তি।

গেল ৬ বছরে বাংলাদেশকে দেয়া ভারতের ঋণ সহায়তা ৮০০ কোটি ডলারে উন্নীত হলো বলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মোদি বলেন, ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ভারত বাংলাদেশকে সহায়তা দেবে। দু’দেশের মধ্যে পণ্য সরবরাহ বেশ উন্নতি হয়েছে। খুব দ্রুত তিস্তা চুক্তি সমাধান হবে।

বক্তব্যের শুরুতে শেখ হাসিনা ও মোদি হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করেন।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-কলকাতা রুটে বাস এবং খুলনা-কলকাতা রুটের ট্রেন সার্ভিস উদ্বোধন করেন দু’প্রধানমন্ত্রী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
X
Fresh