Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

পুলিশের সহায়তায় ভিরকান গ্রামে উগ্রপন্থীরা ভেঙে দিল মসজিদ

ভেঙে ফেলা মসজিদ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার গারমোলা ভিরকান গ্রামে একটি আহমাদিয়া সম্প্রদায়ের মসজিদ ভেঙে দিয়েছে সুন্নি সম্প্রাদায়ের মানুষ। বুধবার পুলিশের সহায়তায় মসজিদটি ভেঙে ফেলা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাকিস্তানি সাংবাদিক বিলাল ফারুকি টুইটারে জানান, পুলিশের সহায়তায় মোল্লাদের একটি দল আহমাদিয়া মসজিদটির গম্বুজ এবং মিনার ভেঙে ফেলে। মসজিদে কালিমা লিখে রাখা ছিল। তারা সেটারও অপমান করে।

বিলাল আরও অভিযোগ করেন, পুলিশের সহায়তায় উগ্র মোল্লারা এই মসজিদটি ভেঙে ফেলে। পাঞ্জাব সরকার কি এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে?

পাকিস্তানে আহমাদিয়া সম্প্রদায়ের ৪০ লাখ মানুষ বসবাস করেন। কয়েক দশক ধরে মৃত্যুর হুমকি, ভয় দেখানো এবং ঘৃণ্য অভিযানের মুখোমুখি হয়ে আসছেন তারা।

আরও পড়ুন...

তারাবি নামাজ অনুষ্ঠিত হবে মসজিদে নববীতে

এমকে

RTV Drama
RTVPLUS