• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও যেন চীনের সঙ্গে তাদের সম্পর্কের পুরোনো পথেই হাঁটছেন।

নানা বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সর্বদা উত্তেজনা বিরাজমান। ঠিক এমন একটি সময়ে দক্ষিণ চীন সাগরে আবারও নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ।

খবর রয়টার্স ও টিভি নাইনের খবরে বলা হয়, বাইডেন ক্ষমতায় আসার পরই জলসীমানায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। আজ বুধবারসহ এই নিয়ে দ্বিতীয়বার চীনের দাবি করা দ্বীপের কাছেই ঢুকে পড়ল মার্কিন নৌ-সেনা বহরের যুদ্ধজাহাজ।

মার্কিন রণতরী ‘ইউএসএস রাসেল’ দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করে। আর যে অঞ্চলে মার্কিন রণতরীটি ঢুকেছে তা নিজেদের বলে দাবি করে আসছে চীন। ফলে চীন সাগরে আমেরিকার যুদ্ধজাহাজের হানায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এজন্য যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে আরও তিক্ততা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গেলো ২৩ জানুয়ারি দক্ষিণ চীন সাগরে ঢুকেছিল আমেরিকার রণতরী।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
চোয়াল প্রতিস্থাপনে সফল দেশের চিকিৎসকরা
ত্রাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে
শাবনূরকে নিয়ে যে মন্তব্য করলেন পূজা
X
Fresh