• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভেনেজুয়েলাকে তেল শোধনের উপাদান পাঠালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:২২
Venezuela receives more airlifts of refinery materials from Iran
সংগৃহীত

জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগতে থাকা ভেনেজুয়েলায় তেল শোধনের উপাদান পাঠিয়েছে ইরান। ইরান থেকে এই শোধনের উপাদন নিয়ে একটি বিমান ভেনেজুয়েলায় অবতরণ করেছে। লাতিন আমেরিকার দেশটিকে খনি থেকে উত্তোলন করা তেল পরিশোধনের জন্য সহায়তা করতে ওই অনুঘটক পাঠিয়েছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্সকে ভেনেজুয়েলার তিন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, দৈনিক ৯ লাখ ৫৫ হাজার ব্যারেল তেল শোধনে সক্ষম প্যারাগুয়ানাতেল শোধানাগারের উদ্দেশ্যে ইরানি অনুঘটক পাঠানো হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি প্যারাগুয়ানা উপত্যকার লাস পিয়েদ্রাস বিমানবন্দরে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত কনভিয়াসা এয়াররাইন্সের একটি বিমান অবতরণ করে। এর আগের দিন বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়ন করে এবং মাঝপথে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিরতি নেয়।

ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার সরকারি মালিকানাধীন তেল কোম্পানি থেকে অর্ডার পাওয়ার পর তেল শোধনের এই উপাদান ইরান থেকে পাঠানো হয়েছে। আগামীতে এরকম আরও কয়েক ডজন ফ্লাইট ইরান থকে ভেনেজুয়েলা যাবে।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh