• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ পাকিস্তানে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২১, ১৯:০৪
mumbai terror attack master mind zaki ur rehman lakhvi arrested
সংগৃহীত

মুম্বাই হামলার মাস্টারমাইন্ড লস্কর-ই-তৈয়বার কমান্ডার জাকিউর রহমান লাকভিকে শনিবার ফের গ্রেপ্তার করেছে পাকিস্তান। লাকভির বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবের কাউন্টার টেরর ডিপার্টমেন্টের (সিটিডি) মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, জঙ্গি কার্যকালপে টাকা জোগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লাকভিকে। দাতব্য চিকিত্সার নামে টাকা তুলে জঙ্গি কার্যকলাপ চালাতে তা খরচ করা হতো।

তবে ঠিক কোথা থেকে লাকভিকে গ্রেপ্তার করা হয়েছে তা খোলসা করেনি সিটিভি। গোয়েন্দারা বলছেন, দাতব্য চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে সন্ত্রাসে মদদ দিতেন লাকভি। সেই অর্থ নিজের ব্যক্তিগত খরচেও ব্যবহার করেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল লাকভিই। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে লাকভিকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৬ বছর জেলে থাকার পর ২০১৫ সালে জামিন পান লাকভি। এবার ফের তাকে গ্রেপ্তার করা হলো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
X
Fresh