logo
  • ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২০, ২২:১৭
আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২৩:২৩

আবারও মেয়েসহ গৃহবন্দী মেহবুবা মুফতি

Kashmir, India, Srinagar Mehbuba Mufti
মেহবুবা মুফতি
মুক্তি পাওয়ার দেড় মাসের মাথায় আবারো গৃহবন্দী হলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও তার কন্যা।

ভারতের কেন্দ্রশাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি শুক্রবার নিজে টুইট করে মেয়েসহ গৃহবন্দী হওয়ার খবর জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘ফের বেআইনিভাবে আমাকে আটক করেছে প্রশাসন ’ 

স্থানীয় একটি নির্বাচনের আগে সম্প্রতি পিডিপি নেতা ওয়াহিদ পারাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটক ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাওয়াতেই গৃহবন্দী করা হয়েছে তাকে। 

টুইটারে মেহবুবা বলেন, ‘ভুয়া অভিযোগে গ্রেপ্তার ওয়াহিদের পরিবারকে সমবেদনা জানানোর অধিকারটুকুও নেই আমাদের। তার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছি বলে আমার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দী করা হয়েছে।’

গত বছর ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নিয়ে এটিকে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। সেই সময় গৃহবন্দী হওয়ার ১৪ মাস পর চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তি পেয়েছিলেন তিনি। 

এমএস/পি
 

RTV Drama
RTVPLUS