ইসরাইলি গুপ্তচরের মুক্তির বিনিময়ে ৩ ইরানি ব্যবসায়ীকে ছেড়ে দিলো অস্ট্রেলিয়া
ইসরাইলি গুপ্তচর কাইলি মুর
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেফতারকৃত কাইলি মুরের মুক্তির বিনিময়ে ৩ জন ইরানি ব্যবসায়ীকে মুক্তি দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির একটি বিমান ইরানের তিন নাগরিককে তেহরানে পৌঁছে দেওয়ার পর কাইলি মুর গিলবার্টকে সঙ্গে করে নিয়ে যায়। কাইলি মুর গিলবার্ট অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। তবে কাজ করতেন ইসরাইলের গুপ্তচর বাহিনী আমানের হয়ে। খবর পার্স টুডের।
ইরানের যে তিনজন নাগরিক মুক্তি পেয়েছেন, তাদেরকে নিষেধাজ্ঞা ভেঙে ব্যবসা করার অভিযোগে আটক করেছিল অস্ট্রেলিয়া।
গ্রেফতার হওয়ার পর মুক্তিপ্রাপ্ত ইসরাইলি গুপ্তচর কাইলি মুর প্রথমে খ্রিষ্টান ধর্মের অনুসারী ছিলেন। পরে তিনি ইহুদিবাদীদের সঙ্গে যুক্ত হন। ইসলাম নিয়ে গবেষণার কথা বলে ইরানে বসতি শুরু করেন। প্রথমদিকে গুপ্তরচরবৃত্তি শুরু না করলেও পরে তার আসল লক্ষ্য বাস্তবায়ন শুরু হয়।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৮ সালে কাইলি মুরকে গ্রেফতার করে ইরানের গোয়েন্দা সংস্থা। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল ইরানের আদালত।
এমএস