• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ১৭:১৩
Coronvirus, Corona in France, France corona, Vaccine in France
সংগৃহীত

করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দ্বিতীয় দফায় আরোপ করা লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। এতদিন কেবল জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার অনুমতি থাকলেও এবার অন্যান্য দোকান খুলতে বাঁধা নেই দেশটিতে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে কড়াকড়ি শিথিল করার ঘোষণা দেন। তবে পানশালা ও রেস্তোরাঁ বন্ধ থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত। খবর বিবিসির।

ভাষণে ম্যাক্রোঁ জানান, নতুন সংক্রমণ ৫ হাজার বা তার কম থাকলে জনসাধারণের চলাচলে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তিনি জানান, আসছে বড়দিনের উৎসবে মানুষ তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারবে। তিনি আরো বলেন, ‘যেভাবেই হোক, করোনার তৃতীয় ঢেউ আমাদের থামাতে হবে। তৃতীয় দফায় যাতে লকডাউন না দিতে হয়, সবাইকে এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে।’

মহামারি শুরুর পর থেকে দেশটিতে করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২২ লাখ মানুষের। আর মৃত্যু হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষের।

এদিকে, করোনাভাইরাসের সফল টিকার খবরে আশার আলো দেখছে ফ্রান্স । ডিসেম্বরের শেষ নাগাদ টিকাদান কর্মসূচি চালানোর ব্যাপক পরিকল্পনা করছে দেশটি। সবার আগে বয়স্ক ও ঝুঁকিতে থাকা মানুষ টিকা পাবেন।


এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh