logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

করোনায় ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি

california curfew
ছবি- সংগৃহীত
করোনাভাইরাসের অতিমারী জেঁকে বসেছে যুক্তরাষ্ট্রজুড়ে। সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। 

গেলো মে মাসের পর এই প্রথম একদিনে ২ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। 

আগামী ২৬ নভেম্বর থ্যাংকস গিভিং ডে’র ছুটিতে জনসাধারণকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। 

করোনাভাইরাসে পুনরায় সংক্রমণ নিয়ে আশার কথা জানালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। 

তারা জানান, করোনায় আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর ছয় মাসের মধ্যে পুনরায় সংক্রমণের ঝুঁকি নেই। 

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা পেরিয়েছে ৫ কোটি ৮৪ লাখ। সুস্থ হয়েছে ৪ কোটির বেশি মানুষ। 

ওয়াই

RTVPLUS