• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মার্কিনিরা আরও বেশি বিভক্ত : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১২:৫৯
ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গত চার বছর আগের নির্বাচনে যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছিলেন, তখনকার তুলনায় মার্কিনিরা এখন আরও বেশি বিভক্ত। খবর বিবিসির।

সাক্ষাৎকারে ওবামা জানান, এবারের নির্বাচনে জো বাইডেনের জয় হচ্ছে এই বিভক্তি মেরামতের প্রথম পদক্ষেপ। তিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যে চর্চা শুরু করেছেন তা কেবল একটি নির্বাচন দিয়েই পরিবর্তন করা সম্ভব নয়।

বিবিসিকে ওবামা বলেন, বিভক্ত একটি জাতিকে এক করে তোলার কাজ শুধু রাজনীতিবিদদেরই নয়। যুক্তরাষ্ট্রের এখন কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। মানুষকে অবশ্যই অন্যের কথা শুনতে হবে এবং সমাধানে পৌঁছাতে হবে।

তবে বর্তমান প্রজন্মের চিন্তার ধরনের প্রশংসা করেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, পৃথিবীকে বদলে দেয়ার ধারণায় বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে এই পরিবর্তনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউডে নাম লেখাচ্ছেন ওবামাকন্যা
বিএনপির সঙ্গে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক
X
Fresh