• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির সঙ্গে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭
বিএনপির সঙ্গে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক
ফাইল ছবি

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দল।

রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির পক্ষে সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার ও মাহমুদা হাবিবা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রাক-নির্বাচনী অবস্থা মূল্যায়ন করতে কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সদস্যরা।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
‘বিএনপি সাংগঠনিকভাবে দিনদিন দুর্বল হচ্ছে’
ফিলিস্তিনের পক্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার ৯০০
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
X
Fresh