• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ নভেম্বর ২০২০, ১২:৩৪
ছবি- সিএনএন থেকে নেয়া।

‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানে উত্তাল ওয়াশিংটন ডিসি সামনের রাস্তা। সেখানে মুখে স্লোগান আর হাতে পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন হাজারো ট্রাম্প সমর্থক। সদ্য শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কিছুতেই মানতে চাইছেন না ট্রাম্প সমর্থকরা। নির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদে এই সমাবেশ।

এই সমাবেশে যোগ দেয় প্রাউড বয়েসসহ উগ্র ডানপন্থী দলের সদস্যরাও। এসময় অনেকের শরীরেই বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিল।

শনিবার দুপুরে হোয়াইট হাউসের পূর্ব দিকে ফ্রিডম প্লাজার কাছে সমবেত হন বিক্ষোভকারীরা। পরে সুপ্রিম কোর্টের দিকেও যেতে চেয়েছিলেন তারা। খবর বিবিসির।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সমর্থকদের উদ্দেশে হ্যালো বলার জন্য সমাবেশে থামতে পারেন তিনি।

তবে শনিবার বিক্ষোভ চলাকালে সেখান দিয়েই গাড়িবহর নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে না দাঁড়িয়ে সোজা ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে চলে যান ট্রাম্প। গাড়িতে বসে জানালা দিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

পরবর্তীতে বিক্ষোভের একটি ভিডিও রিটুইট করে তিনি লিখেছেন, ‘আমরাই জিতব!’

অথচ এরই মধ্যে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ফক্স নিউজের খবর, ওই সমাবেশের আশপাশ থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এবং সহিংস আচরণের জন্য তাদের গ্রেপ্তার করা হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা নেসার প্রতিনিধিদলের
X
Fresh