• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ২০:৫৩
ঝূঁকিপূর্ণ অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে বিশ্বের সবেচেয়ে শক্তিশালী পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতি নিয়ে এই ঝড় রোববার দেশটির লুজন দ্বীপে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে গনি। খবর ওয়াশিংটন পোস্টের।

এর আগে ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের তান্ডবে দেশটির সাড়ে ছয় হাজার মানুষের প্রাণহানি হয়েছিল।

দেশটির আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় গনি ২১৫ কিলোমিটার থেকে ২৬৫ কিলোমিটার গতি নিয়ে রোববার ব্যাপক তাণ্ডব চালাতে পারে লুজনে। ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বর্ষণে ভূমিধসের শঙ্কাও প্রকাশ করেছেন কর্মকর্তারা।

ফিলিপাইন প্রেসিডেন্টের মুখপাত্র ও পার্লামেন্টের সিনেটর ক্রিস্টোফার গো এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে কঠিন এক সময় পার করছি। এর মাঝেই আরেক দুর্যোগ হাজির হয়েছে। লোকজনকে সরিয়ে নেয়ার সময় ভাইরাসের বিস্তার যাতে না ঘটে, সেটি স্থানীয় কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে আলবে প্রদেশ থেকে সাত লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
প্রেমের টানে ফিলিপাইনের তরুণী হবিগঞ্জে
ফিলিপাইনে স্বর্ণখনিতে ধস : ৫৪ প্রাণহানি, নিখোঁজ ৬৩
X
Fresh