• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দেশের পক্ষে সরাসরি যুদ্ধে নামছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক,আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২০, ২১:৩৭

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলছে তুমুল যুদ্ধ। তবে আর্মেনিয়ার হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমান বেশি। তাই এবার নিজের দেশের হয়ে লড়তে যুদ্ধের ময়দানে রওয়ানা হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী অ্যানা হাকোবিয়ান। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, আজারবাইজানের বিপক্ষে স্বশরীরে যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন তিনি।

অ্যানা জানান, আপাতত একটি সেনাঘাঁটিতে ১২ জন নারী সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কয়েক দিনের মধ্যেই সীমান্তে সম্মুখ লড়াইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। ৪২ বছর বয়সী অ্যানা হাকোবিয়ানের জানান, ‘শত্রুপক্ষের হাতে আমাদের সম্মান ও মাতৃভূমি কোনোটাই তুলে দেব না।’ অবশ্য অ্যানা একা নন, যুদ্ধে নেমেছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও। প্রধানমন্ত্রীর ছেলে অ্যাশট পাশিনিয়ান বর্তমানে কারাবাখ অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে তুমুল লড়াই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তিন দফা যুদ্ধবিরতি চুক্তি হলেও কোনোটিই টেকেনি। যুদ্ধবিরতি কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে যুদ্ধে লিপ্ত হয়েছে উভয় দেশ।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাইসির বেঁচে থাকা নিয়ে যা জানাল দেশটির কর্মকর্তারা
জার্মানির চ্যান্সেলর ও আজারবাইজান প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সুস্মিতার কাণ্ড (ভিডিও)
X
Fresh