logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

প্রবাসীদের সবচেয়ে খারাপ পরিবেশ ভারত, কুয়েত ও মিশরে

প্রবাসীদের বসবাসের জন্য সুযোগ সুবিধার দিকে দিয়ে সবচেয়ে খারাপ পরিবেশ কুয়েত, মিশর ও ভারতে।  ইন্টার ন্যাশনস ইন্টারন্যাশনাল পরিচালিত এক সমীক্ষা জরিপে এ তথ্য উঠে এসেছে। ৬০ টি দেশে অবস্থানরত প্রবাসীদের মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালিত হয়। যাতে ভারতের অবস্থান ৬০ নম্বরে।  ৫৯ নম্বরে কুয়েত এবং ৫৮ তে অবস্থান নিয়েছে মিশর।  

এসব দেশে অবস্থানরত প্রবাসীরা বিভিন্ন নাগরিক সমস্যার কথা জানিয়েছেন সংস্থাটিকে।  বায়ূ দূষণ, সুপেয় পানির অভাব, অপরিচ্ছন্নতা, প্রাকৃতিক বিপর্যয় ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর উদাসীনতার কথা তুলে ধরেছেন প্রবাসীরা। 

অন্যদিকে, প্রবাসীদের অবস্থানের জন্য সবচেয়ে ভালো দেশ হিসেবে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম।  দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে  সুইডেন ও নরওয়ে। 

প্রাকৃতিক পরিবেশ পর্যালোচনায় কুয়েতের অবস্থান সবচেয়ে নিচে। দেশটিতে বসবাসরত একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক জানিয়েছেন, সেখানকার ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা খুবই বাজে।  এছাড়াও সবুজ অঞ্চল না থাকার কথা তুলে ধরেছেন সেখানে অবস্থানরত আরো কয়েকজন প্রবাসী।  

 

এমএস 


      

RTVPLUS