• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্স দ্বন্দ্বে তুরস্কের অর্থনীতি বিপদের মুখে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২০, ১৪:৪৪
বয়কট ফ্রান্স দ্বন্দ্বে তুরস্কের অর্থনীতি বিপদের মুখে 
রেচেপ তায়েপ এরদোয়ান ।। ফাইল ছবি

সাম্প্রতিক ফ্রান্স ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান ফরাসি পণ্য বর্জনের আহ্বান করে বক্তব্য দেয়ার কারণে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকরা তুরস্কের মুদ্রাস্ফীতি বৃদ্ধি - গত মাসে ১১.৭% - এবং সুদের হার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অসম্মতির বিষয়টিকে কারণ মনে করছেন। এদিকে সুদের হার বাড়ানো মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে পারে এবং তুরস্কের মুদ্রা লিরা কিনতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করেছেন সিরিয়া, লিবিয়া, সাইপ্রাসের আশপাশে এবং ককেশাস অঞ্চলে তুর্কী প্রেসিডেন্ট এরদোয়ানের শক্তি প্রদর্শনের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ক্ষুণ্ণ হচ্ছে।

সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ব্যবসায়ী একজন তুর্কী নাগরিক বলেন, তুরস্কের মুদ্রা লিরা দুর্বল হয়ে যাওয়ার পেছনে নতুন কারণ সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক অস্থিরতা। যা কখনো ভালো দিক মনে হচ্ছে না।

এছাড়াও এই বছরে তুরস্কের মুদ্রা লিরা ২৬% মান হারিয়েছে এবং তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে যে মুদ্রার মান উন্নয়নের লক্ষ্যে গত ১৮ মাসে তারা ১০ হাজার কোটি ইউরোর বেশি অর্থ ব্যয় করেছে।

লিরার দরপতন ঠেকাতে শত শত কোটি ডলার বিক্রি করে দেয়ায় তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরেই তুরস্কের বড় ধরণের সংকোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ

করোনা আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডাচ এমপির বিরুদ্ধে মামলা করলেন এরদোয়ান

আবার আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা নাগোর্নো-কারাবাখকে কেন্দ্র করা যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দিচ্ছে।
অন্যদিকে করোনাভাইরাসের কারণে তুরস্কের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে প্রথম দফা খারাপ পরিস্থিতি পার করে আসার পর তুরস্কের করোনাভাইরাস সংক্রমণের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কয়েক দিন ধরে তুরস্কে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। সূত্র: বিবিসি বাংলা।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh