• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ১১:৫৪
7 dead in blast at a mosque in Pakistan
সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রজধানী পেশাওয়ারে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭২ জন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, হতাহতের মধ্যে অধিকাংশই শিশু।

একজন পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আজ মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে স্পিন জামাত মসজিদে এই বিস্ফোরণ ঘটে। মসজিদে স্থানীয় শিশুদের জন্য মক্তব কার্যক্রম চালু ছিল বলে জানান তিনি।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণের ফলে মসজিদের বিভিন্ন জায়গা গর্ত হয়ে গেছে।

পেশাওয়ার সিটি পুলিশের প্রধান ‍মুহাম্মদ আলি খান সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে সাতজন নিহত এবং অন্তত ৭২ জন আহত হয়েছে।

তিনি বলেন, সকাল ৮টা ৩০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। ওই সময় শিশুরা কুরআন পড়ছিল। সে সময়ই ওই বিস্ফোরণ ঘটে।

আলি খান বলেন, বিস্ফোরকবোঝাই একটি ব্যাগ মসজিদে রাখা ছিল। ওই ব্যাগটিতে ৫-৬ কেজি বিস্ফোরক দ্রব্য ছিল বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তৈমুর খান ঝাগরা বলেছেন, শহরের প্রধান সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেন, ৭২ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর ওই বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে।

এখন আমরা আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। যাতে তারা সুস্থ হওয়ার সর্বোচ্চ সুযোগ পায়, বলেন ঝাগরা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
X
Fresh