• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি মুসল্লিরা ১ নভেম্বর থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৮:৪৮

বিদেশী মুসল্লিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মসজিদে নববীর দরজা। ওমরাহ পালনে সৌদি সরকারের অনুমতির তৃতীয় ধাপে বিদেশী মুসল্লিরা এ সুযোগ পাবেন আগামী ১ নভেম্বর থেকে। খবর আরব নিউজের।

করোনার কারণে এবারে মোট তিন ধাপে ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি সরকার।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ লাখ মানুষ ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপ ‘ইতমারনা’ ইন্সটল করেছেন। এদের মধ্যে ১২ লাখ তাদের রেজিস্ট্রিশন সম্পন্ন করেছেন। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি জানিয়েছেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

সৌদি সরকারের নিয়ম অনুযায়ী তৃতীয় ধাপে একদিনে সর্বোচ্চ ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। ওমরাহ পালনে সরকারি অনুমতি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন।

এদিকে, গেলো শনিবার করোনায় আক্রান্ত হয়ে সৌদিতে মারা গেছে ১৭ জন। আর নতুন আক্রান্তের সংখ্যা ৩৯৫।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি সরকারের অনুমতি ছাড়া হজ করলে পাপ হবে!
ওমরাহর সুযোগ আরও সহজ করল সৌদি
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
ওমরাহকারীদের ফেরার তারিখ নির্ধারণ করে দিলো সৌদি
X
Fresh