• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চায়না লেকে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১৭:৩০
America, biman,
এফ-১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চায়না লেকে একটি এফ-১৮ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেন বা কিভাবে তা বিধ্বস্ত হয় তা জানা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় আমেরিকার অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে খবর প্রকাশ করেছে এবিসি নিউজ।

মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের আগে পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং এখন সুস্থ আছেন।

স্থানীয় জনগণ জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন লেগে যায়। খবর পেয়ে স্থানীয় অগ্নিনির্বাপণ বাহিনী দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় জঙ্গিবিমানে বোমা ছিল। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:
অ্যামাজনে ওয়ার্ক ফ্রম হোম ২০২১ সালের জুন পর্যন্ত
কুয়েতে প্রবাসী কোটা আইন পাস, ফিরতে হবে আড়াই লাখ বাংলাদেশিকে
ফের চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম ফ্লাইট, বাড়ছে দূরত্ব

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh