logo
  • ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ৩ মাঘ ১৪২৭

দ্বিতীয় দফায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন জেসিন্ডা আর্ডন

Jacinda Ardon, Prime Minister, New Zealand
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির জেসিন্ডা আর্ডন
টানা দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জেসিন্ডা আর্ডন। আগামীকাল শনিবার দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তার ভাবমূর্তি বাড়িয়েছে বলে জনমত সমীক্ষায় জানা গেছে। খবর সিএনএনের।

গেলো আগস্টে অকল্যান্ডে করোনার প্রকোপ বাড়ায় তার সমর্থন কিছুটা কমলেও নির্বাচনের দুইদিন সামনে রেখে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জেসিন্ডার দল লেবার পার্টি পাচ্ছে ৪৬ ভাগ ভোট। অন্যদিকে ন্যাশনাল পার্টির ভোট ৩১ শতাংশ। 

নিউজিল্যান্ডের এবারের নির্বাচনে মোট ১৭টি দল অংশ নিচ্ছে। কিন্তু জনমত যাচাইয়ে সবচেয়ে এগিয়ে আছে জেসিন্ডা আর্ডনের দল- লেবার পার্টি। 

উল্লেখ্য, ২০১৯ সালে দেশটির দুটি মসজিদে শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসীর হামলায় বহু মুসলিম নিহত হওয়ার ঘটনায় জেসিন্ডার বর্ণবাদ বিরোধী অবস্থান বিশ্বজুড়ে প্রশংসিত হয়। 

আরও পড়ুন: 
মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে আটক
জরুরি অবস্থা ভেঙে থাইল্যান্ডে বিক্ষোভ
কাতারের ওপর থেকে অবরোধ তুলতে পারে সৌদি

এমএস/পি

RTV Drama
RTVPLUS