• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডোনাল্ড ট্রাম্প ‘শঙ্কামুক্ত নন’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ১১:২৯
donald-trump, covid-19
ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার চিকিত্‍‌সকেরা। আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন চিকিত্‍‌সকেরা।

মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শুক্রবার থেকে চিকিত্‍‌সাধীন রয়েছেন ট্রাম্প।

রয়টার্সের জানিয়েছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডোস জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের জন্য খুব সংকটপূর্ণ।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টা প্রেসিডেন্টের লক্ষণ খুব উদ্বেগজনক ছিল। প্রেসিডেন্টের চিকিৎসার ওপর নির্ভর করে আগামী ৪৮ ঘণ্টা তার জন্য খুব সংকটপূর্ণ। আমরা এখনো তার সম্পূর্ণ সুস্থতার বিষয়ে পরিষ্কার না।’

যদিও ট্রাম্প তার ব্যক্তিগত চিকিৎসক শারীরিক অবস্থা ইতিবাচক বলে জানিয়েছেন।

সিএনএন জানিয়েছে, ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক নেভি কমান্ডার ডা. শন কনলি জানিয়েছেন, ট্রাম্পের শারীরিক অবস্থা ভালোর দিকে। করোনা শনাক্ত হওয়ার পর থেকে তার অবস্থা উন্নতির দিকেই।

শনিবার হাসপাতাল থেকেই এক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘করোনাভাইরাস কিংবা আপনারা এটাকে যাই বলে ডাকেন না কেনো, শিগগিরই আমরা এর বিরুদ্ধে জয় আসতে চলেছি।’

নিজ টুইটারে পোস্ট করা চার মিনিটের ওই ভিডিওতে চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সুস্থ করে তুলতে চেষ্টার কোনও কমতি রাখছেন না চিকিত্‍‌সকেরা। দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানানোয় মার্কিন নাগরিকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ট্রাম্প।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
X
Fresh