• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ রাখার পর ফের টিকার পরীক্ষা শুরু করছে অক্সফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩
Oxford is starting ticker testing again after being shut down
বন্ধ রাখার পর আবারো টিকার পরীক্ষা শুরু করছে অক্সফোর্ড ।। ছবি: সংগৃহীত

আবার শুরু হতে যাচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা কোভিড-১৯ এর টিকার ট্রায়াল।

এর আগে দেশটির এক রোগীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার পর টিকার ট্রায়াল কিছু দিন বন্ধ রাখা হয়েছিল।

মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকা জানায়, সাময়িক বন্ধ রাখা হয়েছিল গবেষণা, তদন্ত করে দেখা হচ্ছিল যে ওই খারাপ পার্শ্বপ্রতিক্রিয়া টিকার কারণে হয়েছে কিনা।

শনিবার, বিশ্ববিদ্যালয় জানায়, তারা ধারণা করছে যে টিকার পরীক্ষা অব্যাহত রাখা নিরাপদ। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ট্রায়াল আবার শুরুর এই খবরকে স্বাগত জানিয়েছেন।

এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় বলে, বড় মাপের ট্রায়ালের ক্ষেত্রে কিছু অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়বে বলেই ধরে নেয়া হয়।

যুক্তরাজ্যের মেডিসিন্স এন্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এবং একটি স্বতন্ত্র রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী এখন থেকে এই গবেষণা চলবে বলেও জানানো হয়।

এদিকে গোপনীয়তা রক্ষার জন্য এখনও রোগীদের অসুস্থতা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলে, এই ট্রায়ালে যুক্তরাজ্যের এক রোগী ট্রান্সভার্স মেলাইটিস নামে এক ধরণের রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে মেরুদণ্ডে এক ধরণের প্রদাহের উপসর্গ দেখা দেয় যা ভাইরাসের সংক্রমণের জন্য হয়ে থাকে।

গেল বুধবার সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেন, অক্সফোর্ডের ট্রায়ালে যে বিষয়টি ঘটেছে তা অস্বাভাবিক কিছু নয়।

আরও পড়ুন: বাংলাদেশকে এক লাখ করোনা টিকা ফ্রি দেবে চীন

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের আসছে করোনা
X
Fresh