• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

শর্ত পূরণ তাই আফগান সরকারের সঙ্গে আলোচনায় রাজি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯
afghan-government-to-start-peace-talks-with-taliban
ছবি- সংগৃহীত

আফগানিস্তানের যুদ্ধ ও সহিংসতা বন্ধের লক্ষ্যে কাবুল সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে ইচ্ছা প্রকাশ করেছে তালেবান।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, শনিবার কাতারে দুই পক্ষ আলোচনায় বসবে।

এর আগে কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক তাদের এ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, কাতারে অর্জিত সমঝোতা অনুযায়ী আফগান-আফগান আলোচনা শুরু করতে তালেবান প্রস্তুত রয়েছে।
তালিবানদের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের জাতীয় স্বার্থ ও ইসলামি মূল্যবোধ রক্ষা করার লক্ষ্যে তারা সারাদেশে শান্তি ও প্রকৃত ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সুরুর দানিশ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তিনি জানান, আফগান-আফগান আলোচনার পথে সকল প্রতিবন্ধকতা দূর করেছে কাবুল সরকার; কাজেই সরকার আশা করছে তালেবান যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসবে।

---------------------------------------------------------------
আরও পড়ুন: শুরু হচ্ছে ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া
---------------------------------------------------------------

আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আফগান সরকারের পক্ষ থেকে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য আব্দুল্লাহ আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার কাতার যাবে।

তালেবান গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করলেও কাবুল সরকারর সঙ্গে বসতে রাজি হয়নি।

আফগানিস্তানের কারাগারে আটক সব তালেবান বন্দিকে মুক্তির দাবি ছিল আলোচনায় বসার অন্যতম শর্ত।

সম্প্রতি হাজারো তালেবান সদস্যকে মুক্তি দিয়েছে আফগানিস্তান সরকার। শর্ত পূরণ হওয়ায় আলোচনার পথও খুলেছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে
আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত: জাতিসংঘ
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৬০, বহু নিখোঁজ
ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
X
Fresh