• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ভারতে চাকরি হারালো দুই কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:২১
Indians working in the office
অফিসে কর্মরত ভারতীয়রা

ভারতে দুই কোটি ১০ লাখ মানুষ এপ্রিল থেকে আগস্ট এই পাঁচ মাসে চাকরি হারিয়েছেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) নামের একটি পরামর্শক সংস্থার পরিসংখ্যানে করোনাকালে বিপুলসংখ্যক মানুষের কর্মহীন হয়ে পড়ার এ চিত্র উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছর শেষে ভারতে চাকরিজীবী সংখ্যা ছিল আট কোটি ৬০ লাখ। আগস্টে তা নেমে এসেছে ছয় কোটি ৫০ লাখে।

অবশ্য এজন্য যে শুধু করোনা মহামারিজনিত লকডাউনই দায়ী, তা নয়। মহামারি দেখা দেয়ার আগে থেকেই ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছিল। করোনা তাতে ভালোই আঁচড় কেটেছে। চার দশকের মধ্যে জিডিপির আকার সবচেয়ে বেশি সঙ্কুচিত হয়েছে। আর তাতে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে।

সিএমআইই পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, ভারতে ২০১৯-২০ অর্থবছরের শেষের তুলনায় গেল জুলাইয়ে অসংগঠিত ক্ষেত্রে কাজের সংখ্যা যেখানে নিট ৮০ লাখ বেড়েছে, সেখানে শুধু লকডাউনের সময়েই বেতনভুক্ত চাকরির সংখ্যা কমেছে এক কোটি ৮৯ লাখ বা ২২ শতাংশ।

অথচ এর আগের অর্থ বছরেও ছিল উল্টো চিত্র। তখন চাকরি বেড়েছিল এক দশমিক ছয় শতাংশ। অর্থনীতির অবস্থা নাজুক হয়ে পড়ায় ২০১৮ সালে ০.০১ শতাংশ। আর ২০১৯-২০ সালে কমেছে এক দশমিক ৮ শতাংশ। আর ২০১৬-১৭ সালের ৮.৬৩ কোটি চাকরি ২০১৯-২০ সালে কমে দাঁড়িয়েছে ৮.৬১ কোটিতে।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন: রাখালকে ভাল্লুকের হাত থেকে বাঁচালো মহিষের পাল!

জেবি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh