• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

এক হাজার চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০
US revokes visas for 1,000 Chinese students deemed security risk
বিবিসি থেকে নেয়া

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এক হাজারের বেশি শিক্ষার্থী ও গবেষকের ভিসা বাতিল করেছে। ওই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসির।

চীনের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহভাজন চীনা নাগরিকদের ভিসা বাতিল করা হবে বলে গত মে মাসে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন যে, তাদের মধ্যে কেউ কেউ ডাটা ও মেধাসত্ব সম্পদ চুরি করেছে।

তবে চীনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রায় ৩ লাখ ৭০ হাজার চীনা শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে।

মার্কিন স্টেট বিভাগের একজন মুখপাত্র যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ স্নাতক শিক্ষার্থী ও গবেষক’ বলে উল্লেখ করেছেন।

---------------------------------------------------------------
আরও পড়ুন: করোনার টিকা শিপিংয়ে লাগবে ৮ হাজার জাম্বো জেট
---------------------------------------------------------------

তিনি বলেন, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের সংখ্যাটাই খুবই কম। মার্কিন এই কর্মকর্তা বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সামরিক আধিপত্যবাদ আরও প্রসারিত করতে চায় না চীনের এমন বৈধ শিক্ষার্থী ও স্কলারকে আমরা স্বাগত জানিয়ে যাবো।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ল যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কঠোর নিন্দা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, এটা স্পট রাজনৈতিক নিপীড়ন এবং বর্ণ বৈষম্য। এটা ওই চীনা শিক্ষার্থীদের চরম মানবাধিকার লঙ্ঘন।

বেইজিং এই পদক্ষেপের পাল্টা জবাব দেয়ার অধিকার রাখে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে বন্দুক হামলায় ৩ পুলিশসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
ফিলিস্তিনের পক্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার ৯০০
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
X
Fresh